প্রিন্ট এডিশন ফোকাস

লামছড়িতে সরকারি জমি দখল করে পাকা দোকান নির্মাণ!

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ৯:১১:৩৭ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥
বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের লামছড়ি বাজারে সরকারি খাস জমিতে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে একাধারে বিএনপি-আওয়ামী লীগ-ইসলামী আন্দোলন সমর্থিত এক ব্যক্তির বিরুদ্ধে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ড লামছড়ি বাজারের মসজিদের পাশে অবস্থিত ওই সরকারি জমিতে টাকা নিয়ে দোকান ঘর নির্মাণ করছেন কবির মৃধা নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটে ১৩ জুলাই (রবিবার)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কবির মৃধা সেখানে নির্মাণকাজ পরিচালনা করছেন এবং অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় কিছু ব্যক্তির কাছ থেকে অর্থের বিনিময়ে জমি বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

 

জানা গেছে, কবির মৃধা মেহেন্দিগঞ্জ সরকারি হাসপাতালে এ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে কর্মরত রয়েছেন। তবে রাজনৈতিক পরিচয়ে তিনি বিএনপি-আওয়ামী লীগ-ইসলামী আন্দোলনের সর্বদলীয় নেতা। বর্তমানে তিনি বিএনপি’র সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়দের অভিমত।

 

স্থানীয়রা জানান, বিতর্কিত এ জমিটি পূর্বে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল প্যাদার দখলে ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি সেখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে চরবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী।

 

এ বিষয়ে অভিযুক্ত কবির মৃধা বলেন, এই জমির রেকর্ডিও মালিক ছিলাম আমরা। সরকারি রাস্তা করা হয়েছে। তাই খাস খতিয়ানে গিয়েছে। দোকান আমি উঠিয়ে দিচ্ছি। এ দোকানের ভাড়া মসজিদ পাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোন রাজনীতির সাথে জড়িত নই।

 

বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, সরকারি জমি দখল করে কেউ পার পাবেনা। আমরা খোঁজ নিয়ে প্রমান পেলে কঠোর ব্যবস্থা নিবো।

 

উল্লেখ্য, কবির মৃধা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন সুরুজের ঘনিষ্ঠজন হয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেন।

 

পরবর্তিতে লামছড়ি এছাকিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলে সৈয়দ মুফতি ফয়জুল করিম আসলে কবির মৃধা তার নিজ বাড়িতে নিয়ে তার হাতে হাত রেখে তওবা করে আর সে কোন দল বা বিএনপি করবে না। তখন থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন দল করবে বলে ওয়াদা করেন। এমন কথাই জনে জনে বলে বেরিয়েছেন তিনি।

 

৫ আগষ্ট হঠাৎ ভোল পাল্টে যায় কবির মৃধার। তিনি নিজেকে ত্যাগি বিএনপির বড় নেতা দাবি করে দখলদারি শুরু করেন।

আরও খবর

Sponsered content