প্রিন্ট এডিশন ফোকাস

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ৯:৪০:৫১ প্রিন্ট সংস্করণ

গত ১৭ জুলাই বৃহস্পতিবার বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় আমার (কাবেরী জাহান) ব্যক্তিগত জীবন নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার স্বামী হাতেনাতে ধরেছেন বলে যাহা বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত।

 

উক্ত সংবাদে বলা হয়েছে যে, আমি এসআই মাহবুব হোসেনকে নিয়ে পরকীয়া করছি, তা হাতেনাতে ধরেছে এবং আমার স্বামীর বন্ধুদের তোপের মুখে তিনি ঘটনাস্থল থেকে পালিয়েছেন এমন কোনো ঘটনার আদৌ কোনো সত্যতা নেই।

 

উল্লেখ্য, ঘটনার দিন আমি ব্যক্তিগত কাজে নগরীর বেলস পার্ক থেকে রাজা বাহাদুর সড়ক হয়ে সদর রোডের দিকে যাচ্ছিলাম। এসময় আমার পূর্ব পরিচিত এস আই মাহাবুব স্যারকে মোটরসাইকেলযোগে যেতে দেখে তাকে থামতে বলি। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে আমার পারিবারিক বিষয় নিয়ে আইনি সহায়তার জন্য কথা বলছিলাম।

 

হঠাৎ করে আমার স্বামী ফজলে রাব্বি খাঁন কিছু লোকজন নিয়ে আমার চরিত্র কলুষিত করার উদ্দেশ্য পরকীয়ার অপবাদ দিয়ে আমিসহ এস আই মাহাবুব স্যারের সম্মানহানী করা শুরু করে। এসময় তার সাথে আসা বেশ কিছু লোক মোবাইলে ভিডিও ধারণ করে।

 

অবস্থা বেগতিক দেখে এবং এস আই মাহাবুব স্যারের সম্মান রক্ষার্থে তাকে চলে যেতে বলি। কাউনিয়া থানার এস আই মাহাবুব স্যার ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে “পরকীয়া করতে গিয়ে রোষাণলে পরে সুকৌশলে পালিয়ে গেলেন” বলে ঢালাও ভাবে প্রচার করা হয়।

 

আমি এই ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

এই ধরনের ভিত্তিহীন সংবাদের মাধ্যমে একজন সাধারণ নাগরিকের মানহানি যেমন হয়, তেমনি পেশাগত দায়িত্বে নিয়োজিত একজন পুলিশ কর্মকর্তার সম্মানও ক্ষুন্ন হয়।

 

তাই এ ধরনের সংবাদ প্রকাশের আগে যথাযথ অনুসন্ধান ও সত্যতা যাচাই করা জরুরি ছিল।

 

পরবর্তীতে যদি কেউ আমাকে নিয়ে অপপ্রচার করে তাহলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

প্রতিবাদকারী
কাবেরী জাহান
কাউনিয়া হাউজিং, বরিশাল।

আরও খবর

Sponsered content