বরিশাল

গাবগাছের লাঠির পিটুনিতে শিশুর চিৎকারে কেঁপে উঠল রাজাপুর!

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৫ , ৬:২৬:২৪ প্রিন্ট সংস্করণ

 

ঝালকাঠির রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের গাবগাছের লাঠির নির্মম প্রহারে আবু বকর (১২) নামের এক শিশু ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গালুয়া এলাকার দারুল কুরআন নূরানী কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।

 

 

আহত আবু বকর সাতুরিয়া মিঞা বাড়ি এলাকার মহসিনের ছেলে এবং উক্ত মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষার্থী।

 

 

আহত শিক্ষার্থী আবু বকর জানান, মাদ্রাসার শিক্ষক জুনায়েদ তাকে বাড়িতে ফোনে কথা বলতে নিষেধ করতেন, কারণ তার মতে “বাড়ির সঙ্গে বেশি কথা বললে মায়া বাড়ে।” কিন্তু অন্য একটি মোবাইল থেকে পরিবারের সঙ্গে কথা বলায় শিক্ষক জুনায়েদ ক্ষিপ্ত হয়ে যান এবং গাবগাছের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন।

 

 

শিক্ষক জুনায়েদ (২৬) একই এলাকার জাহাঙ্গীরের ছেলে।

 

 

আহত শিক্ষার্থীর পিতা মহসিন বলেন, “আমি বারবার অনুরোধ করেছি ছেলেটিকে এতটা মারবেন না। কিন্তু সে কথা না শুনে নির্দয়ভাবে পেটায়। আমার সন্তানের শারীরিক ও মানসিক অবস্থা খুব খারাপ। আমি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

 

 

ঘটনার পর আহত শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

অভিযুক্ত শিক্ষক জুনায়েদের মোবাইল ফোনে (০১৯…..৭৯৪) যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

 

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ আহত শিশুটিকে হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

আরও খবর

Sponsered content