প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ৯:৫২:৩৪ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥
২০১৫ সালে সমাজ উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ’ আবারও নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। শুরুতে প্রতিষ্ঠাতা মারুফ হোসেনের হাত ধরে কয়েক বছর সংগঠনটি সমাজকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করলেও ধীরে ধীরে তাদের কর্মকাণ্ড বন্ধ হয়ে পড়ে।

তবে এবার নতুন আঙ্গিকে সংগঠনটির কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে সবুজ খানকে সভাপতি ও মারুফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন: সহ-সভাপতি- খন্দকার রাকিব, রকিব উদ্দিন পিয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক- কাওসার হোসেন, তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক- ইমদাদুল হক লিয়ন, দপ্তর সম্পাদক- মো: শাহাদাত হোসেন, ফান্ড রেইজিং সম্পাদক- সৈয়দ এম আলিফ, প্রচার সম্পাদক- ফাইজুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ডা: ফরিদ আহাম্মেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক- শাহিন আলম, হাসান সিকদার, স্বেচ্ছাসেবক টিম লিডার- আলি হাসান, গোলাম রাব্বি, সদস্য- পঙ্কজ হালদার, সালমান হাসান সানি, নাইম ইসলাম, রিপন সিকদার, ফিরোজ আহাম্মেদ, আরিফিন শুভ, রাহাত রাব্বি ও শান্ত ইসলাম।
সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সমাজে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা ও মানবিক কার্যক্রমই হবে তাদের প্রধান লক্ষ্য। শীঘ্রই তারা কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ হোসেন বলেন, “মানুষ”-এর উদ্দেশ্য শুধুই সমাজের জন্য কিছু করা। আমাদের সংগঠনটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যার মূল উদ্দেশ্য মানবিক কাজকে প্রাধান্য দেওয়া।
উল্লেখ্য, ‘মানুষ’ একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটি আবারও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।











