প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ১১:৫৬:৫৮ প্রিন্ট সংস্করণ
গোলাম রাব্বিঃ
বরিশাল সদর উপজেলার ৩ নং চরবাড়ীয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বেলতলা পোল থেকে বেলতলা খেয়াঘাট পর্যন্ত সংযোগ সড়কটির বেহাল দশা। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন স্থানে রাস্তার পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, কোথাও কোথাও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পুরো রাস্তা।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করেন, যার মধ্যে রয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও রোগীবাহী যানবাহন। বর্ষা মৌসুমে সড়কের অবস্থার আরও অবনতি ঘটে, তখন চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য।
এ বিষয়ে চরবাড়ীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, “এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। আমরা বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি, এলাকাবাসীও বারবার অভিযোগ করেছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণের চলাচলের জন্য এই রাস্তার দ্রুত সংস্কার প্রয়োজন।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। আপনাদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। সড়কটি সংস্কারের জন্য দ্রুত কাজ শুরু করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং এলাকাবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে।











