বরিশাল

বাবুগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে রাতের আধাঁরে জমি দখলের অভিযোগ

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ৯:৫৮:৩২ প্রিন্ট সংস্করণ

বাবুগঞ্জ প্রতিবেদক:
বরিশালের বাবুগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে রাতের আঁধারে ঘর উত্তলন করে জমি দখলেরঅভিযোগ উঠেছে।

এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী মৃত মতিউর রহমান হাওলাদারের ছেলে জামাল হোসেন হাওলাদার।

অভিযোগ সূত্রে জানা গেছ, উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা পাশ্ববর্তী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের জামায়াতের রোকন আব্দুস সালাম আজাদী দলীয় প্রভাব বিস্তার করে চাচাতো ভাইর ছেলেদের জমি দখল করে ঘর উত্তলন করেছে।

 

এঘটনায় অভিযুক্ত জামায়াত নেতা আব্দুস ছালাম আজাদীর বক্তব্য পাওয়া না গেলেও তার ছেলে শিবির কর্মী মো. মুজাহিদ ঘর উত্তলনের কথা স্বিকার করে বলেন, আমাদের অন্য যায়গার জমি অভিযোগকারীরা দখল করে রাখছে, তাই আমরা আমাদের ঘরের পাশের জমি দখল করেছি। আমরা জমিটি অন্য একটি জমির পরিবর্তে দখল করেছি।

 

ভুক্তভোগী জামাল হোসেন হাওলাদার বলেন, আমার বাবা মৃত মতিউর রহমান ২০০৩ সালে চাদপাশা মৌজার ৪০৭ নং খতিয়ানের এসএ দাগ ৪৪৪৬ হাল ৭৫৪৪/৭৫৪৭ দাগে ও ৭০৪ নং খতিয়ানের দাগ ২৩৬৬, এসএ হাল দাগ ৪৪৬৯ দাগে ১০ শতাংশ জমি ক্রয় করে। তখন ঔই জমিতে আমরা নারিকেল ও অন্যান্য ফলগাছ রোপন করি। যা এখনও বিদ্যমান রয়েছে। ওই জমিটি এখন জামায়াত নেতা আব্দুল সালাম আজাদী দখলের চেষ্টা করছে। সে লোকজন নিয়ে ১১জুলাই ভোর রাতে আমার ক্রয়কৃত জমিতে একটি ঘর উত্তলন করে।

 

এছাড়াও গত এক বছরে আমার কলা বাগান কেটে ফেলেছে, লক্ষাধীক টাকার গাছ কেটে বিক্রি করেছে। এ নিয়ে আমি থানায় ৫ টি অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তরা তাদের দলীয় পাওয়ার দেখায়,আমাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে।

 

এয়ারপোর্ট থানার তদন্ত অফিসার বলেন, বিষয়টি নিয়ে আজ ( ২ আগষ্ট) সকালে থানায় শালিস মিমাংসায় বসার কথা ছিলো। থানা এলাকায় একটি চাঞ্চল্যকর হত্যা মামলা নিয়ে ব্যস্ত থাকায় বসা হয় নি। আমরা পরবর্তীতে জমিজমা সংক্রান্ত বিষয়ে দুই পক্ষ নিয়ে বসবো।

আরও খবর

Sponsered content