বরিশাল

বরিশালে ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ২:৪৩:০৩ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক:

৭৫ পিস ইয়াবাসহ বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওয়ালিদ হোসেন অলি (২০)।

নগরীর বাংলাবাজার ইঞ্জিনিয়ার সড়কস্থ মুসা মিয়ার ভবনের নীচ তলায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বিএমপি গোয়েন্দা শাখার এসআই মো. ফিরোজ আলম বাদি হয়ে ওয়ালিদ হোসেন অলি আসামি করে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। তাকে থানা থেকে আদালতে প্রেরণ করলে সোমবার (২৫ আগস্ট) বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

অলি নগরীর ১১ নং ওয়ার্ড আরশেদ আলী সড়ক এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

আরও খবর

Sponsered content