প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০৩:২৮ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক॥

বরিশালে আবারও প্রমাণ হলো মাদক শুধু সমাজকে নয়, পরিবারকেও গ্রাস করছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে চারজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে মোট ৬৫ পিস ইয়াবা, ৩৪ গ্রাম গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কামাল সরকারের স্ত্রী নাছিমা বেগম (৩৭), রনি শেখের স্ত্রী নূপুর বেগম (৩১), মোঃ নাঈম সরকার (২০) এবং আনোয়ার সিকদারের ছেলে মোঃ রাশেদ সিকদার (৩৬)।
গত রবিবার দুপুরে কাউনিয়া থানার চরআবদানী এলাকায় অভিযান চালিয়ে দেখা যায়, এক ঘরের ভেতরে মা, ছেলে ও আরেক নারী সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। নাছিমা বেগমের কাছ থেকে ইয়াবা, তার ছেলে নাঈমের কাছ থেকে ইয়াবা ও নগদ অর্থ এবং নূপুর বেগমের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
একইদিন বিকেলে কোতোয়ালি মডেল থানার রসুলপুর বস্তিতে অভিযান চালিয়ে মোঃ রাশেদ সিকদারের ঘর থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬ ও ৪১ অনুযায়ী, এ ধরনের অপরাধে গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে।
মাদক ব্যবসার ফলে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে। কিশোর-যুবকদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই সিন্ডিকেট। ছোট ছোট পরিবারও আজ মাদকের ফাঁদে আটকা পড়ছে।
স্থানীয়রা বলছেন- কিছু পরিবার এখন পুরোপুরি মাদকের ঘাঁটিতে পরিণত হয়েছে। সমাজ ধ্বংসকারী এই ব্যবসায়ীরা এলাকার তরুণ প্রজন্মকে নেশার জালে ফাঁসিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ দাবি তুলেছেন, এই চক্রকে চিরতরে নির্মূল করতে হবে।
মাদকবিরোধী অভিযান চললেও যতদিন না সমাজ থেকে এই ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলা হবে, ততদিন পরিবারভিত্তিক মাদক ব্যবসা রোধ করা সম্ভব হবে না।











