বরিশাল

আজকের তালাশের সহ-সম্পাদকের পিতার ইন্তেকাল

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩১:২০ প্রিন্ট সংস্করণ

আজকের তালাশ পত্রিকার সহ-সম্পাদক মোল্লা মাইনুদ্দিন খোকনের পিতা, কর্নকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল কাদের মোল্লা (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রবিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা মোহাম্মদপুর ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও সহকর্মী রেখে গেছেন।

 

শিক্ষকতা জীবনে তিনি দীর্ঘদিন কর্নকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার শিক্ষা বিস্তারে তার অবদান ছিল অনস্বীকার্য।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা শেষে কর্নকাঠী নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।

 

তার মৃত্যুতে আজকের তালাশের সম্পাদক মারুফ হোসেন সহ পত্রিকার পরিবার বর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও খবর

Sponsered content