বরিশাল

বরিশাল জেলা বিএনপি’র বিবৃতিতে রহমাতুল্লাহ’র প্রতিক্রিয়া

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৫ , ৬:৪১:৫৬ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥
বরিশাল জেলা দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত সাম্প্রতিক এক বিবৃতির বিষয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ স্পষ্ট বক্তব্য দিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, উক্ত বিবৃতি উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, যা তার রাজনৈতিক সততা, নিষ্ঠা ও জনপ্রিয়তাকে কলুষিত করার অপচেষ্টা।

 

তিনি বলেন, “আমি কখনোই স্বৈরাচার এরশাদের জাতীয় পার্টির রাজনীতি করিনি। যে জাতীয় পার্টি থেকে আমি বিএনপিতে যোগদান করেছি, সেটি ছিল চারদলীয় ঐক্যজোটভুক্ত দল। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সৈনিক হিসেবে আমার ত্যাগ ও ভূমিকা বিবেচনা করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বিএনপিতে গ্রহণ করেছেন।”

 

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ দাবি করেন, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে তিনি ঢাকাসহ বরিশালের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন।

 

জেলা বিএনপি কর্তৃক উত্থাপিত ‘জনমত ২৪’-এ প্রকাশিত একটি সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, “ঐ সাক্ষাৎকারে কোথাও জেলা, মহানগর বা উপজেলা বিএনপির কথা উল্লেখ করা হয়নি। আমি নিজেকে একমাত্র আন্দোলনকারীও বলিনি। সকল নেতাকর্মীর ভুমিকা ছিল বলিষ্ঠ। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাক্ষাৎকারটির কিছু অংশ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।”

 

তিনি আরও জানান, সাক্ষাৎকারে একটি জায়গায় অসাবধানতাবশত ভাষাগত ভুল হয়েছিল। তবে তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল দুঃসময়ে নেতাকর্মী ও তাদের পরিবারকে সহায়তার প্রচেষ্টা তুলে ধরা।

 

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “৭ই জানুয়ারির পূর্বের যে ছবির প্রসঙ্গ তোলা হচ্ছে, তা আমি আমার ফেসবুক আইডি থেকে আপলোড করিনি; বরং নেতাকর্মীরাই করেছে। সেটি আপলোড করা অন্যায় কাজ হতে পারে কীভাবে?”

 

তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ ধরণের অসত্য ও বিভ্রান্তিমূলক বিবৃতি দলীয় নেতাকর্মীদের মাঝে বিভক্তি সৃষ্টি করতে পারে। এজন্য তিনি জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবকে বিবৃতি প্রত্যাহারের আহ্বান জানান।

 

তবে তিনি বলেন,

“আমার অসাবধানতাবশত বাক্য চয়নের কারণে যদি কোনো নেতাকর্মী কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

আরও খবর

Sponsered content