প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ৪:৩৭:১২ প্রিন্ট সংস্করণ
ফাইজুল ইসলাম॥
বিএনপির আন্দোলন-সংগ্রামের উত্তাল সময়ে আলোচনায় ছিলেন মহানগর ছাত্রদলের পরিচিত মুখ নাভিদ রহমান খান তুষার। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নেতাকর্মীদের পোস্টে উঠে এসেছে তুষারকে মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে দেখার জোরালো দাবি।

ছাত্রদল নেতা রাসেল খন্দকার ফেসবুকে লিখেছেন- “বিগত দিনের রাজপথের জাতীয়তাবাদী দলের লড়াকু সৈনিক, ফ্যাসিস্ট আমলে বারবার নির্যাতিত যে তুষার, সে-ই বিগত সময়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে রাজপথে ছিল এবং আজও আছে। বরিশাল মহানগরের সবাই জানে তার ত্যাগ, নিবেদন এবং ভূমিকার কথা। তাই আমাদের বরিশাল মহানগর ছাত্রদলের পক্ষ থেকে একটাই দাবি, বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে নাভিদ রহমান তুষার ভাইকে দেখতে চাই।”
অন্যদিকে ছাত্রদল নেতা সমরাট রহমান তানভির তার স্ট্যাটাসে তুষারের নেতৃত্বগুণ উল্লেখ করে লিখেছেন- “নাভিদ রহমান খান তুষার শুধু একজন ছাত্রনেতাই নন, বরিশাল মহানগর ছাত্রদলের উজ্জ্বল নক্ষত্র। রাজপথে লড়াই-সংগ্রামে ছিলেন অকুতোভয়। ২৪-এর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝুঁকি নিয়েও পিছিয়ে যাননি। সমাজ সংস্কারমূলক কাজেও ছিল তার অসামান্য ভূমিকা। দলের দায়িত্ব দাবি করার মতো সব যোগ্যতাই তার রয়েছে।”
তিনি আরও বলেন- “সময়ের প্রয়োজনে, দলের স্বার্থে, সাহসী নেতৃত্বের জন্য এবং হারিয়ে যাওয়া ছাত্রদলের আদর্শ-শিষ্টাচার ফিরিয়ে আনতে তুষারই হতে পারে বরিশাল মহানগর ছাত্রদলের সঠিক সভাপতি।”
বরিশালের ছাত্রদল কর্মীরা জানান, আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে পুলিশের অভিযান, গ্রেফতার আতঙ্ক ও মামলা-হামলার মধ্যেও তুষার নিয়মিত রাজপথে উপস্থিত ছিলেন। গ্রুপিংয়ের বাইরে থেকে সবাইকে নিয়ে সংগঠনকে সক্রিয় রাখা, মিছিল-মিটিং সংগঠিত করা থেকে শুরু করে সাংগঠনিক বিভাজন কাটাতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
নেতাকর্মীরা দাবি করছেন- ঝুঁকিপূর্ণ মূহুর্তেও সামনের সারিতে থাকা, বিভক্ত ছাত্রদলকে ঐক্যবদ্ধ রাখায় অভিজ্ঞতা, অযথা সংঘাত এড়িয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা, শিক্ষার্থীদের নানা সেবামূলক কাজে সক্রিয় ভূমিকা, এসব কারণেই ছাত্রদলের তৃণমূল পর্যায়ে তুষারের প্রতি আস্থা বাড়ছে বলে নেতাকর্মীরা উল্লেখ করছেন।
ছাত্রদলের একাধিক নেতা স্বচ্ছ বার্তায় বলেছেন- “দলীয় নেতৃত্ব কোনো গ্রুপিং বা সুপারিশনির্ভর হওয়া উচিত নয়। যোগ্যতা, ত্যাগ, সাহস এবং দলীয় সংকটে যার ভূমিকা বেশি, তাকেই দায়িত্ব দেওয়া উচিত।” তাদের মতে, এই মানদণ্ডে নাভিদ রহমান খান তুষারই সভাপতি পদে সবচেয়ে যোগ্য প্রার্থী।
নাভিদ রহমান খান তুষার বলেন- আমার কাছে রাজনীতি মানে ক্ষমতার চেয়ার নয়। সংগঠনের প্রতি দায়বদ্ধতা, নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। দল আমাকে যে দায়িত্ব দেবে সেটা আমি পালন করবো।










