Uncategorized

বরিশালে নেশা করতে বাধা দেওয়ায় স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

  প্রতিনিধি ৭ মার্চ ২০২০ , ৪:২২:১৪ প্রিন্ট সংস্করণ

0Shares
বরিশালে নেশা করতে বাধা দেওয়ায় স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

 

স্বামীর সন্ধান পেতে বরিশাল নগরীর বিভিন্নস্থানে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন জান্নাতি আক্তার।

জানা যায়, গত দেড় বছর আগে বরগুলার আমতলীর শাখারিয়ার দেলোয়ার সিকদারের মেয়ে জান্নাতির সাথে বিয়ে হয় বাকেরগঞ্জ বোয়ালিয়ার কাঠেরপুল এলাকার জয়নাল বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাসের সাথে। বরিশালের একটি বেসরকারি কম্পানিতে কাজের সুবাদে দুজনে ঝালকাঠির রাজাপুরে থাকতো। বিয়ের কিছুদিন পর থেকেই খাওয়া-পড়া দেয়া কমিয়ে দেয় সোহাগ। এছাড়া সোহাগকে নেশা না করার জন্য বারন করলে সোহাগ বিভিন্ন সময় জান্নাতিকে মারধর করতো। তবে বিভিন্ন অপরাধের জন্য ওই কম্পানি থেকেও চাকুরীচুত্ত করা হয় সোহাগকে।

সর্বশেষ গত ৪ মার্চ রাজাপুর নলবুনিয়া এলাকার বাসা থেকে সোহাগ জান্নাতির স্বর্ণলঙ্কার ও ঘরে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তারপর থেকে সোহাগের ব্যাবহৃত ফোনটি বন্ধ রয়েছে।

জান্নাতি জানায়, ‘আমার সবচেয়ে বড় অপরাধ আমি ওর নেশায় বাধা দিতাম, এজন্য আমাকে অনেক মারধর করতো। নেশা করে পরে থাকতো রাস্তায়।’

জান্নাতি আরও বলেন, ‘ওর বাবা মা আমাকে ঘরে উঠায় না, তারা বলে তার ছেলেকে নাকি আমি মেরে ফেলছি।’

এ ঘটনার উপযুক্ত বিচারের দাবী জানিয়ে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জান্নাতি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই মামুন বলেন, মেয়েটির অভিযোগের ভিত্তিতে আমারা ছেলেটিকে খুজতে অভিযান অব্যহত রেখেছি, আশা করছি দ্রুত আমরা কোন ব্যাবস্থা নিতে পারবো।

এদিকে এব্যাপারে প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন জান্নাতি।

0Shares

আরও খবর

Sponsered content