প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ৩:০২:১৫ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক॥ বরিশাল মেট্রপলিটন পুলিশের অভিযানে মাহিদুল ইসলাম হাসান নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

বরিশাল মেট্রপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারী কাউনিয়া থানাধীন আমিরগঞ্জ এলাকায় বেড়াতে আসা জনৈক নারী ভুক্তভোগী কোতয়ালী মডেল থানাধীন ২৬ নং ওয়ার্ড হরিনা ফুলিয়ার মৃত মকিম উদ্দিন এর ছেলে কথিত PDTV 24 (জীবনের প্রতিচ্ছবি) টিভি বরিশালের জেলা প্রতিনিধি হিসেবে পরিচয়দানকারী মোঃ মাহিদুল ইসলাম হাসান (৩০) এর বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ করেন। পরবর্তীতে PDTV 24 কর্তৃপক্ষের সাথে কথা বললে তার বিরুদ্ধে প্রতারণার তথ্য পাওয়ায় যায়।
দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে বিএমপি কাউনিয়া থানা এস আই মোঃ জিহাদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসারবৃন্দ ওই ভুয়া সাংবাদিককে একই দিন সন্ধ্যায় ঘটিকায় আমিরগঞ্জ এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় গ্রেফতার করে।
এসময় আসামীর ব্যবহৃত ১ টি আইডি কার্ড, ১ টি ডিজিটাল ক্যামেরা, ১টি মাক্রফোন, ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।










