Uncategorized

ইতালিতে বসবাসকারী অভিবাসীদের জন্য নাগরিকত্ব আইন শিথিল করা হচ্ছে

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০১৯ , ১:১৮:৪৬ প্রিন্ট সংস্করণ

0Shares

এমডি রিয়াজ হোসেন,ইতালিঃ
ইতালিতে বসবাসকারী অভিবাসীদের জন্য নাগরিকত্ব বা পাসপোর্টের জন্য সরকার কিছুটা নমনীয় হয়ে অপেক্ষার সময় ৪ বছর থেকে ২ বছরে নামিয়ে আনার আইন পাশ করতে যাচ্ছে। যা এখনো প্রক্রিয়াধীন তবে খুব শীগ্রই আইনটি গেজেট আকারে প্রকাশিত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডানপন্থী নেতা মাত্তেও সালভিনি ১৯৯২ সালের নাগরিকত্ব আইন পরিবর্তন করে ২ বছর থেকে ৪ বছরে উন্নিত করেন। বিশ্বের অন্যতম শক্তিশালী ইতালিয়ান পাসপোর্ট পেতে একজন অভিবাসীকে ১০ বছর বৈধভাবে ইতালিতে বসবাস করার পর আবেদন করতে পারে। কিন্তু এর পর আরো ৪ বছর অপেক্ষা অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ায় আরো জটিলতার সৃষ্টি করে। যার বিরুদ্ধে অভিবাসীরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী পালন করে আসছে। যার পরিপ্রেক্ষিতে বর্তমান ফাইভ স্টার মুভমেন্ট এবং বামপন্থী জোট সরকার চলমান এই আইনটি সংশোধনের উদ্যোগ গ্রহণ করেন। সংশোধিত এই আইনটি ইতালিয়ান আইন সভা বা কামেরায় উত্থাপিত হয়েছে, যা গেজেট আকারে প্রকাশিত হবার অপেক্ষায় আছে। ইতালিয়ান আইনে কোন সংশোধনের প্রস্থাব উত্থাপনের পর গৃহীত হলে তা ১৮০ দিনের মধ্যে আইনে পরিনত হয়। সে হিসেবে আগামী জানুয়ারির প্রথম দিকেই আইনটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। যা প্রবাসী বাংলাদেশীদের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

0Shares

আরও খবর

Sponsered content