প্রতিনিধি ২৮ মার্চ ২০২৫ , ৩:২৮:৩৬ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদকঃ
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নে মানববন্ধন করেছেন গাজীর খেয়াঘাট মাদ্রাসা ও এলাকাবাসী।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পরে গাজীর খেয়াঘাট মাদ্রাসার সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে লামছড়ী এলাকার অধিকাংশ মসজিদের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এসময় মানববন্ধন থেকে ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো হয়। সেইসাথে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।
এছাড়াও মানববন্ধনে তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড’ স্লোগান দিতে থাকে এবং তারা বিশ্ববাসীকে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা এসময় বলেন আরব বিশ্বের ক্যান্সার হচ্ছে ইসরায়েল। যুদ্ধ বিরতি ভঙ্গ করে কোনো রাষ্ট্রে হামলা চালানো মানবতার সবচেয়ে জঘন্য অপরাধ। এই অবৈধ দখলদার ইসরায়েলিরা অর্ধলক্ষ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। যাদের অধিকাংশই নারী ও কোমলমতি শিশু। কয়েক লাখ মানুষকে ঘরছাড়া করেছে। চিকিৎসা নেওয়ার জন্য একটি হাসপাতালও এখন অবশিষ্ট নেই।