প্রতিনিধি ২২ জুন ২০২৫ , ৪:১৭:১২ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥
বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের কীর্তনখোলা নদীর স্থায়ী তীর প্রতিরক্ষা কাজের তিনটি স্থানের ব্লক ধসে পড়েছে। ধসে পড়া স্থান দ্রুত মেরামত করা না হলে প্রতিরক্ষা ব্লক আরও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, চার মাস আগে প্রথমে একটি স্থানের ব্লক ধসে পড়ে। শুক্রবার পর্যন্ত তিনটি স্থানের ব্লক ধসে পড়েছে। এখন যদি এ ধস মেরামত করা না হয়, আস্তে আস্তে ধস বাড়তেই থাকবে। একপর্যায়ে আবারও ভাঙন এলাকায় পরিণত হবে। নদীর ভাঙনের পাড় থেকে দক্ষিণ দিকে হাওলাদার বাড়ি, কেরানি বাড়ি ও সিকদার বাড়ি এলাকায় ওই ধস হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, যে স্থানে ধস হয়েছে ওই স্থানে এসে নদীর পানির স্রোত আঘাত করে। সেখানে জিও ব্যাগ কম ডাম্পিং করা হয়েছিল। এ কারণে ধস হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ঘুষ গ্রহনে, নামে মাত্র কাজ হয়েছে এখানে। তারি ফলশ্রুতিতে আজ ধস নেমেছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, একটি স্থান পরিদর্শন করে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।