বরিশাল

বরিশালে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৫ , ৭:৪২:১৭ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ

বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও কৃষক দলের যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ আগস্ট সন্ধ্যায় ওয়ার্ডে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

 

এ সময় জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া করা হয়।

 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবনেতা খন্দকার রাজু। এছাড়াও ৫ নং ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত অসহায় মানুষ ও এলাকার সাধারণ বাসিন্দাদের সাথে নেতাকর্মীরাও তবারক গ্রহণ করেন। এতে সবার মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি হয়।

আরও খবর

Sponsered content