বরিশাল

দখলমুক্ত হয়নি সুইডেন বিএনপির সভাপতির পৈতৃক সম্পত্তি

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৫ , ৮:১৫:০৬ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ
রাজনৈতিক প্রতিহিংসার জেরে বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামের “মাস্টার বাড়ি” দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। বাড়িটি সুইডেন বিএনপির সভাপতি ও হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান খান বাবুর পৈতৃক সম্পত্তি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত বাড়ির ভিপি কেস নং ১১৭৮৪, দাগ নং ৭৫৮ ও ৭৫৯, খতিয়ান নং ১৮৮, জে এল নং ১১৩-এর মোট জমির পরিমাণ ১৭৩ শতাংশ। প্রয়াত আবদুল হাই খান, যিনি এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও মাউলতলা হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন, মৃত্যুর পর থেকে বাড়িটি তার মেজো ছেলে এমএ হাদী খানের নামে নিয়মিত রাজস্ব প্রদান ও ডি.সি.আর কেটে আসছিলেন।

 

প্রায় ৩২ বছর ধরে তিনি নিয়মিত রাজস্ব পরিশোধ করলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয় কিছু ভূমি দালাল ও তাদের সহযোগীরা বাড়িটি অবৈধভাবে দখল করে নেয়।

 

অভিযোগ রয়েছে, ভূমি অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মচারীর সহায়তায় অন্য ব্যক্তিদের নামে জাল ডি.সি.আর কাটা হয়, অথচ দীর্ঘদিন যাবৎ রাজস্ব প্রদানকারী প্রকৃত মালিককে কোনো নোটিশ বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবহিত করা হয়নি। এর মাধ্যমে সরকারি নিয়ম ভঙ্গ করে রাজনৈতিক প্রতিহিংসার সুযোগে বাড়িটি হাতিয়ে নেওয়া হয়।

 

এ বিষয়ে সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু গণমাধ্যমকে বলেন-

“শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের পৈতৃক বাড়িটি দখল করা হয়েছিলো। ফ্যাসিবাদী সরকারের পতনের পরও দখলদাররা এখনো বাড়িটি ছাড়েনি। আমরা প্রশাসনের সহযোগিতা চাইছি এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার ও প্রতিকার প্রত্যাশা করছি।”

 

উল্লেখ্য, বর্তমানে সুইডেন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল হাসান খান বাবু। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছেন।

আরও খবর

Sponsered content