Uncategorized

কুয়াকাটায় ১১’শ জেলের মাঝে চাল কিতরণ

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২০ , ১১:০৯:৫৫ প্রিন্ট সংস্করণ

0Shares

ইলিয়াস শেখ কুয়াকাটা প্রতিনিধি।।
প্রধান প্রজনন মৌসুম ইলিশ আহরণ থেকে বিরত থাকা কুয়াকাটা পৌর এলাকার ১১’শ জেলের মাঝে ২০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এ চাল বিতরণ করা হয়। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা নিজে উপস্থিত থেকে সুষ্ঠ ও স্বচ্ছভাবে জেলেদের মাঝে বিতরণ করেন। এসময় উপস্থিতত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, ট্যাক অফিসার ইব্রাহিম খালিদ সহ পৌর কাউন্সিলর বৃন্দ। সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ৪ নভেম্বর রাত ১২টায়। এর মাত্র ১দিন আগে প্রনোদনার এ চাল পেয়ে খুশি জেলেরা।
কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা বলেন,অবরোধের শেষ সময়ে এসে জেলেদের মাঝে প্রজনন মৌসুমের বিশেষ প্রনোদনার চাল স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে। জেলেরা এতে খুবই খুশি হয়েছে

0Shares

আরও খবর

Sponsered content