প্রতিনিধি ১৫ অক্টোবর ২০১৯ , ১:১৩:১৪ প্রিন্ট সংস্করণ
✪ বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বাবুগঞ্জের ৩ নদীতে মা ইলিশ শিকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার। নদীতে হাতেনাতে আটক জেলেদের বছরব্যাপী কারাদন্ড প্রদানের পাশাপাশি রাজনৈতিক ছত্রছায়ায় থাকা নেপথ্য গডফাদার ও দালাল শ্রেণির তালিকা করে তাদের গ্রেফতার করতে ডাঙায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি বাবুগঞ্জ ও এয়ারপোর্ট থানা পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন। গতকাল উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি ওই নির্দেশনা দেন। আইন-শৃঙ্খলা কমিটির ওই সভায় বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমানও একইভাবে জুয়া, মাদক এবং ইলিশ শিকারে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুশিয়রি উচ্চারণ করে জিরো টলারেন্সের ঘোষণা দেন। এসময় ইউএনও সুজিত হাওলাদার বলেন, ‘রাজনৈতিক শেল্টারে থাকা কিছু অসাধু নেতা এবং দালালরা বাবুগঞ্জের সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীতে মা ইলিশ নিধনে জেলেদের সাহস দিয়ে নদীতে নামাচ্ছে। ইতোমধ্যে নদীতে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করে একবছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং গোপনে অনুসন্ধান চালিয়ে বেশকিছু গডফাদার আর দালালের তালিকা করা হয়েছে। এরা নিজেরা নদীতে না নামলেও জেলেদের কাছ থেকে টাকা নিয়ে তাদের শক্তি-সাহস দিয়ে নদীতে নামাচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালীন উপজেলার ৩ নদীতে ধারাবাহিকভাবে অভিযান চালানোর পাশাপাশি রাজনৈতিক ছত্রছায়ায় ডাঙায় থাকা এসব ইলিশ দানবদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলবে।’ এসময় বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, এয়ারপোর্ট থানার এসআই আবুল কালাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম প্রমুখ উপস্থিত ছিলেন।








