বরিশাল

বরিশালে অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ১২:২২:৪৭ প্রিন্ট সংস্করণ

0Shares

তালাশ প্রতিবেদক ॥ বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

 

মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদের বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অভিযান চালায় মহানগর গোয়েন্দা শাখার সদস্যরা।

 

এ সময় বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি এলাকার রফিকুল ইসলাম (৩৫), বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া উিইনয়নের সাহেবপুর এলাকার তামান্ন আক্তার তমা (২০) ও ঝালকাঠির নলছিটি উপজেলার মগর এলাকার মো. মোস্তাকিম বিল্লাহ রনিকে (২৪) আটক করা হয়। পাশাপাশি তাদের হেফাজত থেকে ৫০টি ডিসোপ্যান-২ ও ২০টি ইটিজিন ট্যাবলেটসহ মোট ৭০টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে তারা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য।

 

বাসসহ বিভিন্ন পরিবহনের যাত্রীদের চেতনানাশক ট্যাবলেটের মাধ্যমে অজ্ঞান করে তাদের সঙ্গে থাকা অর্থসহ মূল্যবান মালামাল লুটে নেয় চক্রটি। তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে এবং তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content