প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৫ , ৯:২৬:২৩ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক:
বরিশালের গণমাধ্যম অঙ্গনের এক পরিচিত নাম মো. রাকিব হোসেন। আজ তার জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই কৌতূহলী ও অনুসন্ধিৎসু মনোভাবের কারণে রাকিব হোসেন সাংবাদিকতার প্রতি আকৃষ্ট হন। সময়ের সঙ্গে সঙ্গে সেই আগ্রহই হয়ে ওঠে পেশাগত পরিচয়।

দীর্ঘদিন ধরে তিনি বরিশালের মিডিয়া অঙ্গনে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে আসছেন। ছোটবেলা থেকেই তিনি চেয়েছেন সমাজের অন্ধকার দিকগুলো মানুষের সামনে তুলে ধরতে এবং সত্যকে আলোর মুখ দেখাতে। সেই লক্ষ্যকে সামনে রেখে সাংবাদিকতার পথে তার যাত্রা শুরু।
বর্তমানে তিনি বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে কাউনিয়া থানা প্রেসক্লাবের সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন। সততা, আন্তরিকতা এবং সাহসী লেখনীর জন্য সহকর্মীদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য সহযোদ্ধা।
জন্মদিন উপলক্ষে শুভানুধ্যায়ী, সহকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নিজ জন্মদিনে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
















