বরিশাল

বরিশালে বাবা ছেলেদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৫ , ১২:৩০:৩৫ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ

বরিশালে বাবা ছেলেদের বিরুদ্ধে তিন ওয়ার্ডের বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর বটতলা মোড়ে হরিজন সম্প্রদায় ও স্থানীয়রা এ কর্মসূচি পালন করে।

 

মানববন্ধনে অভিযোগ করা হয়, কসাই সোহেল, তার ছেলে সাকিব ওরফে সূর্য ও স্টাইলিংসহ সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা ও সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তাদের কারণে বরিশাল সিটির ১৫, ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ আতঙ্কে দিনযাপন করছে এবং মন্দির ও নিরীহ এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

এলাকাবাসীর দাবি, দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তারা প্রশাসনের কাছে নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা কামনা করেছেন।

 

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

আরও খবর

Sponsered content