দেশজুড়ে

বরিশালে খান বাজার ও স্বপ্ন সুপার শপকে ২৫ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৪ , ২:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

0Shares

তালাশ প্রতিবেদক ॥ বরিশালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি সুপার শপকে ২৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে বাজার নজরদারির অংশ হিসেবে নগরীর কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।এ সময় তিনি কয়েকটি সুপার শপে এবং কাশিপুর বাজারে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক পণ্য বিক্রয়ের অপরাধে ২টি মামলায় খান বাজারকে ১০ হাজার টাকা এবং স্বপ্ন সুপার শপকে ১৫ হাজার টাকা মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এসময় কৃষিপণ্য বিপণন আইনের নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

0Shares

আরও খবর

Sponsered content