অপরাধ

নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের রাত্রী বাজারে ইলিশের মেলা

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৫ , ৭:৪০:৩১ প্রিন্ট সংস্করণ

এম শাহাদাত॥
জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। এই সময়ে দেশের প্রধান নদনদীতে সব ধরনের মাছ ধরা, আহরণ, মজুত, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

 

 

কিন্তু নিষেধাজ্ঞার প্রথম রাতেই বরিশাল নগরীর বিভিন্ন বাজারে তা অমান্য করে প্রকাশ্যে ইলিশ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

 

বিশেষ করে পোর্ট রোড বাজার, চৌমাথা বাজার ও নথুল্লাবাদ বাজারে মধ্যরাতের পরেও খোলাখুলি ইলিশ বিক্রি করতে দেখা গেছে। এতে সরকারের গুরুত্বপূর্ণ এই উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে।

মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। আইন অমান্যকারীরা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। একইসঙ্গে জব্দ করা মাছ নষ্ট করে ফেলার নিয়মও রয়েছে।

 

নিষেধাজ্ঞা কার্যকর করতে ইতোমধ্যেই মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড যৌথভাবে মাঠে রয়েছে। নদীতে টহলের পাশাপাশি মাছঘাট ও জেলে পল্লীতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

তবে নগরীর বাজারে ইলিশ বিক্রির অভিযোগে সাধারণ মানুষ মনে করছেন, রাতের আঁধারে প্রভাবশালী সিন্ডিকেটের কারণে আইন কার্যকর করা কঠিন হয়ে পড়ছে।

 

দেশের প্রধান অর্থকারী এই মাছের বংশবৃদ্ধি টিকিয়ে রাখতে হলে আইন বাস্তবায়নে আরও কঠোর হতে হবে বলে জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, নগরীর বাজারগুলোতে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করলে মা ইলিশ রক্ষার এ উদ্যোগ সফল হবে না।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content