প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৫ , ১২:৪২:৪১ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদকঃ
বরিশাল সদর উপজেলার মৌলভীর হাট এলাকায় পিতা পুত্রের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধায় মৌলভীর হাট বাজারের রাস্তার উপরে আব্দুল হক মল্লিক ও তার ছেলে ছাইদুল মল্লিকের উপর আতর্কিত হামলায় দুজনি গুরুতর জখম অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
হামলাকারীরা হলেন, সইজুদ্দিন মুন্সী ছেলে শাহিন মুন্সি, শাহিন মুন্সির ছেলে রায়হান ও ফারহান, ছদরউদ্দিন মুন্সির ছেলে রুবেল মুন্সি ও এমেন মুন্সি, মন্নান খানের ছেলে নুর ইসলাম খানসহ বেশ কয়েক জন।
ভুক্ত ভোগী ছাইদুল মল্লিক বলেন, আমরা কজন রাস্তার পাশে ছবি তুলছিলাম। তখন আমার এক বন্ধু ফোনে কথা বলছিলো। আমি ওকে ফোন কাটতে বল্লে পাশ থেকে গাড়িতে জাচ্ছিলেন রায়হান, ফারহান, রুবেল মুন্সি, এমেন মুন্সি, নুর ইসলাম খান। তারা গাড়ি থেকে নেমে আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকেন। এক পর্যায়ে আমাদের মারধর করেন। তাতেও খান্ত না হয়ে ছুরি বের করে আমাকে কোপ দিতে নিলে আমার বাবা বাধা দেন। তখন উপস্থিত শাহিন মুন্সি সহ অন্যান্যরা আমার বাবাকে মারধর করেন। শাহিন মুন্সির ছেলেরা আমার বাবাকে এলোপাথারি কুপিয়ে চলে জান। আমরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিয়েছি।
অভিযুক্ত শাহিন মুন্সি বলেন, আমার ছেলে কোপ দেয়নি। ছাইদুলকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে তার বাবা আব্দুল হক ঠেকানোর চেষ্টা করলে হাতে লেগে ফেটে জায়। আপনারা(সাংবাদিক) এলাকায় এসে খোজ নিয়ে দেখেন বলে ফোন কেটে দেন তিনি।