দেশজুড়ে

আমতলীতে ইয়াবাসহ সাবেক কাউন্সিলর আটক

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২০ , ১:১১:১৪ প্রিন্ট সংস্করণ

0Shares

আমতলী প্রতিনিধি ॥ আমতলী পৌরসভার সাবেক এক কাউন্সিললকে সোমবার রাতে উপজেলা পরিষদের স্মৃতি সৌদের পিছন থেকে ৩৫ পিচ ইয়াবাসহ আটক করেছে আমতলী থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মো. সোহেল এর নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাত ৮টার সময় আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সে এর ভিতরে অবস্থিত স্মৃতি সৌদের পিছনে অভিযান চালিয়ে আমতলী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস (৪০) কে আটক করে। পরে তার শরীর তল্লাসী করে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম হাওলাদার জানান, সাবেক কাউন্সিলর জানানাতুল ফেরদাউসকে ৩৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

এঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মো. সাকিব হোসেন তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

0Shares

আরও খবর

Sponsered content