প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ১০:১৪:৪০ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া গ্রামের মরহুম সিরাজদ্দিন হাং এর পুত্র বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল আকন (৮৫) আজ শুক্রবার ২৯ জানুয়ারি আনুমানিক ১২ টা ২০মিনিটের সময় হৃদরোগে চিকিৎসাধীন অবস্থায় নিজবাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে পুত্র ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা নামাজ আজ শুক্রবার বিকেল তিন ঘটিকায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করেন উপজেলা প্রশাসন ও পুলিশবাহিনীর একটি চৌকস দল।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের একমাত্র পুত্র মোঃ মাসুদ আকন আমেরিকা প্রবাসী তার বাবার আত্মার শান্তির জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

















