বরিশাল

কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ -রহমাতুল্লাহ

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৫ , ৫:১৬:২৫ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক:

স্বৈরাচারী আওয়ামী লীগের কোন অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

 

গত বুধবার (২৬ মার্চ) নগরীর ৩০ গোডাউন এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাইয়ান ইশতি’র আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

 

এসময় আবু নাসের বলেন, আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতার ১৫ বছর ছিল দেশের লুটপাট ও দুর্নীতির এক মহাযজ্ঞ। স্বৈরাচারী শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়কে মিথ্যা মামলা দিয়ে কারাগারে যেতে বাধ্য করে এই খুনী হাসিনা। প্রতিহিংসার রাজনীতিতে ঝর্ঝরিত হয়ে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের কথা বিবেচনায় দেশেই থেকে দেশপ্রেমের অন্যন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি অন্যায়ের কাছে কোন আপোষ করেননি বলে আপোষহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে আস্থা অর্জন করে রয়েছেন।

 

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নানাভাবে হয়রানী নির্যাতন করেছে খুনী হাসিনা। বেগম জিয়া বয়সে বড় হলেও হাসিনা অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে জুলুমের দৃষ্টান্ট স্থাপন করেছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে দেয়নি। ক্রমাগত বেগম জিয়ার সাথে জুলুম করে যাচ্ছিল। মুলত পরিবারগত কারণেই খুনী হাসিনা বেয়াদব। দেশের স্বার্থ নয় নিজ ও দলের কর্মীদের সাথে সব যায়গায় লুটপাট করে দেশকে একটি তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়ে।

 

কিন্ত বেগম জিয়া ক্ষমতায় থাকাকালীন জনগণের আস্থায় পরিণত হন। গণতন্ত্র রক্ষায় তিনি যুদ্ধ চালিয়ে গেছেন। মানুষের ভোটাধিকার রক্ষা করে মানবতার মা হিসেবে খ্যাতি লাভ করেন। অথচ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে ধংসের দ্বারপ্রান্তে পৌছে দেয়। জাতিও রুখে দাঁড়িয়ে এই স্বৈরশাসককে বিদায় করেছে।

 

আবু নাসের বলেন, সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। খুনী হাসিনা দেশ ও বিদেশে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলার মাটিতে আর স্বৈরশাসকের ঠাই হবেনা জানিয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি। একইসাথে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।

 

জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক হাজিক দাইয়ান ইশতীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ন আহবায়ম আবু মুসা কাজল, হালিম মৃধা, জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, মিলন চৌধুরী, আনোয়ার হোসেন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সাজ্জাদ, এইচ এম আলামিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ওয়াসিম খান ইমন প্রমুখ।

আরও খবর

Sponsered content