বরিশাল

বরিশালে অসহায় মেয়ের পাশে মহানগর বিএনপির আহ্বায়ক ফারুক

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ১১:৩৯:০৭ প্রিন্ট সংস্করণ

এম শাহাদাত:

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। গতকাল (১৯ আগস্ট) রাতে নগরীর ৬ নং ওয়ার্ডের গগন গলিতে এক অসহায় মেয়ের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন তিনি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মেয়েটি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন ও আর্থিক অনটনের কারণে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি জানার পর মনিরুজ্জামান খান ফারুক রাতেই ছুটে গিয়ে তার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

 

এ সময় ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মারুফ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুস সোবাহান ও যুবনেতা খন্দকার রাজু উপস্থিত ছিলেন।

 

অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপি’র রাজনৈতিক দর্শনের অংশ বলে নেতৃবৃন্দরা মন্তব্য করেন।

 

মনিরুজ্জামান খান ফারুক বলেন, “রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার পথ নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

 

স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরণের মানবিক কার্যক্রম সমাজে আরও বিস্তার লাভ করবে।

আরও খবর

Sponsered content