প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ৫:৫২:২৯ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, বরিশাল সদর উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম এবং সদস্য সচিব দায়িত্ব পেয়েছেন মোঃ জয়নাল আবেদীন জীবন।
দলীয় সূত্রে জানা যায়, ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের বরিশাল জেলার সভাপতি এসএম মাইনুল হাসান ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসাইনের স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটির অনুমোদন প্রসঙ্গে জেলা সভাপতি এসএম মাইনুল হাসান বলেন- “এই কমিটি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। তাঁতীদলের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে দলীয় কার্যক্রম বেগবান হবে।”
অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক সরোয়ার হোসাইন আশা প্রকাশ করেন- “বরিশাল সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলনে সাহসী ভূমিকা পালন করবে। দলের নেতা-কর্মীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবুল কাশেম ও সদস্য সচিব জয়নাল আবেদীন জীবন যৌথভাবে জানান, তাঁরা সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন, দলীয় আদর্শ প্রচার এবং সাধারণ তাঁতিশ্রমিকদের অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এ কমিটির মাধ্যমে সদর উপজেলায় তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে।











