প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ১:৪৬:২৪ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ডি ই এব বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন মাফি দেশবাসীসহ দলের সর্বস্তরের নেতা-কর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাকে বাংলাদেশের আধুনিক রাষ্ট্র নির্মাণের স্থপতি হিসেবে অভিহিত করেন।

মোঃ নুর উদ্দিন মাফি তার বক্তব্যে বলেন,
“১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ জিয়াউর রহমান দূরদর্শী নেতৃত্ব ও অদম্য সাহসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার চেতনা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তির অঙ্গীকার নিয়ে বিএনপির যাত্রা শুরু হয়। ৪৭ বছরে পদার্পণ শুধু একটি দলের বার্ষিকী নয়, বরং এ জাতির সংগ্রামী চেতনা, স্বাধিকার ও গণতন্ত্রকামী জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।”
তিনি আরও বলেন,
“জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্র পরিচালনায় অসাধারণ দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা। কৃষি, শিল্প, শিক্ষা, প্রযুক্তি ও গ্রামীণ অর্থনীতির প্রতিটি খাতে তিনি বিপ্লব ঘটান। তার হাত ধরে বাংলাদেশের জনগণ নতুন আত্মবিশ্বাস অর্জন করে এবং বাংলাদেশী জাতীয়তাবাদের নতুন দিগন্ত উন্মোচিত হয়। তার অকাল প্রয়াণে জাতি আজও শোকাহত, তবে তার আদর্শ আজও পথপ্রদর্শক।”
বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের আপসহীন নেত্রী আখ্যা দিয়ে তিনি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারের শাসন ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। তিনি বারবার কারাগারে গেছেন, অমানবিক নির্যাতন সহ্য করেছেন, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বিন্দুমাত্র আপস করেননি। আজ তিনি গুরুতর অসুস্থ জাতি তার আরোগ্য কামনা করছে।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান আজকের যুব সমাজের প্রেরণার প্রতীক। ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্রে তিনি দেশান্তরে থাকলেও দূর থেকে বিএনপিকে সুসংগঠিত রাখছেন এবং আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও গণবিরোধী দমননীতির মুখোমুখি হয়েও তিনি দৃঢ়চিত্তে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি এখন জাতির অবিসংবাদিত নেতা।”
ভবিষ্যৎ প্রত্যাশার কথা উল্লেখ করে মোঃ নুর উদ্দিন মাফি বলেন, “গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন অনিবার্য। এই দেশে আবারও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের বলিষ্ঠ দিকনির্দেশনায় বিএনপি পুনরায় গণমানুষের আস্থা অর্জন করবে। জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি বিজয়ী হবেই।”
শেষে তিনি দলের সকল নেতা-কর্মীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
নুর উদ্দিন মাফি
যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল জেলা শাখা।
সহ-সভাপতি, ডি ই এব, বরিশাল জেলা শাখা।










