প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ৬:১৪:০০ প্রিন্ট সংস্করণ
আবু হানিফ মুলাদী প্রতিবেদক :-

মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ৩ টি গ্রামে বন্যা ও হঠাৎ করে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পানি বন্দি হয়ে পরে প্রায় ৩ হাজার পরিবার।
অসহায় হয়ে পরে সাধারন পরিবার গুলো, এসময় আলো দিসারী হয়ে অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বারিয়ে দিয়েছেন সফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্স,,
এবং মুলাদী উপজেলা নির্বাহী অফিসার শুভা দাস এগিয়ে এলেন বন্যা কবলিত এলাকার মানুষের জন্য শুকনো খাবার সহ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র এসময় ইউনিয়ন চেয়ারম্যানের সাথে বন্যার পানিতে বন্দি পরিবার গুলোর অসহায়াত্বের জীবন জীবীকার মানুষের পাশে গিয়ে তাদের দুঃখের কথা শুনে আবেগ আফুল্ল হয়ে পরেন নির্বাহী অফিসার।
এসময় পানি বন্দি পরিবারের পাশে থেকে সরকারী ভাবে আরো সহযোগিতার আশ্বাস দেন।
এসময় সফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী বলেন আমি আমার ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকবো এবং মুলাদী উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার এলাকার বন্যা কবলিত ও পানি বন্দি পরিবারদের কে ত্রান সামগ্রী বিতরন করার জন্।










