সকল বিভাগ

দেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে স্থান নেই- এমপি শাওন

  প্রতিনিধি ৩ জুন ২০২২ , ৯:৩৫:০৫ প্রিন্ট সংস্করণ

0Shares

আরশাদ মামুন,লালমোহন: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে নানামুখী ষড়যন্ত্র করছে পাকিস্তানি প্রেতাত্মা ও দেশে নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামাত। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের ১৮কোটি মানুষ ঋণি, তাকেই প্রাণনাশের হুমকি দিচ্ছে। দেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র বাংলার মানুষ প্রতিহত করবে।

শুক্রবার সকাল ১১ টায় লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের চৌরাস্তায় দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, খুনি জিয়া বঙ্গবন্ধু পরিবারের হত্যাকারী হিসেবে মরন্নোত্তর বিচার দাবী করছি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ আরও অনেকে।

 

সমাবেশে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0Shares

আরও খবর

Sponsered content