অতিথি কলাম

আসুন নির্দেশনা মানি, সোচ্চার হই অনিয়মে

  প্রতিনিধি ২১ মার্চ ২০২০ , ৩:৪৮:২২ প্রিন্ট সংস্করণ

0Shares

আলমগীর মাটি সোহাগ ॥

বরিশাল,ভোলাসহ দেশের অন্যান্য জেলার আমাদের কলিগ সম্মানিত সংবাদকর্মী এবং সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ, আসুন আমরা সবাই মিলে করোনাকে পুঁজি করা মুনাফাখোর সন্ত্রাসীদের রুখে দেয়ার পাশাপাশি তাদের মুখোশ খুলে দেই!!

 

দেশে চলমান কঠিন সময়ে সব পন্যের যোগান স্বাভাবিক থাকা সত্যেও যে সকল মুনাফাখোর সন্ত্রাসী ব্যবসায়ীরা করোনা ভাইরাস কে পুঁজি করে মানুষের জীবন কে আরো কঠিক করে তুলছে, তাদের কোনো প্রকার ছাড় না দিয়ে দোকানে বসেই মুনাফাখোরদের ছবি তুলে, তার নাম ঠিকানাসহ ফেইসবুক তে পোস্ট করে তাদের প্রতিরোধে সচেষ্ট হই।
আমার বিশ্বাস এতে কাজ হতে পারে। পরবর্তীতে সেই সব চিহ্নিত ব্যবসায়ীকে এড়িয়ে চলতে সুবিধা হবে…।

 

সাথেসাথে যে সব মানুবিক ব্যবসায়ীরা এই কঠিন সময়ে ক্রেতাসাধারণ কে যৌক্তিক দামে পন্য বিক্রি করছেন তাদের কথাও ফেইসবুক তে পোস্ট করে সম্মানিত করি এবং উৎসাহিত করি।

সম্মিলিত চেস্টাই পারে এই কঠিন সময় পার করার শক্তিশালী হাতিয়ার হতে।

 

আসুন সবাই মিলে কোনো প্রকার গুজবে কান না দিয়ে,গুজব না ছড়িয়ে,আতংকিত না হয়ে বিশেষজ্ঞদের দেয়া দিকনির্দেশনা মেনে চলি এবং অন্যকে সচেতন করি।
শুভ কামনা বাংলাদেশ।

0Shares

আরও খবর

Sponsered content