প্রতিনিধি ২৩ জুলাই ২০১৯ , ৪:০০:১৭ প্রিন্ট সংস্করণ

রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও এলাকায় ৬০ বছরের এক বৃদ্ধ কর্তৃক ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে উক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আরুয়া সোনারগাঁও এলাকার জে.কে.এ সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রী (১১) কে গত মঙ্গলবার (১৬জুলাই) বিকাল ৫ টার দিকে বাসা থেকে পানি আনার উদ্দেশ্যে পার্শবর্তী মোশারেফ সিকদারের বাড়ীর সামনে টিউবওয়েলে যায়। যাওয়ার মধ্য পথে একই এলাকার মৃত. কেরামত আলী সিকদারের ছেলে আঃ জব্বার সিকদার (৬০) পথরোধ করে হাত ধরে টানাটানি করে এবং কুপ্রস্তাব দেয় ও তার শারীরিক গঠন নিয়ে অশ্লীল কথাবার্তা বলেন। এ সময় স্কুল ছাত্রী ছুটে পালিয়ে বাসায় গিয়ে পরিবারকে জানালে পরিবারের লোকজন স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য লোক জনকে জানালে অভিযুক্ত আঃ জব্বার সিকদার আতœগোপন করেন। এলাকাবাসী জানায়, অভিযুক্ত আঃ জব্বার সিকদার এই ঘটনা ঘটানোর আগেও এই রকমের খারাপ কাজ করেছে। তখন তার আত্মীয় স্বজন বিষয় গুলো মিমাংসা করে দিয়েছে। তার এই অপকর্মের জন্য অনেক এলাকায় তার যাওয়া নিষেধ। এর এই অপকর্মের উপযুক্ত বিচার হওয়া দরকার।
এ বিষয়ে অভিযুক্ত আঃ জব্বার সিকদার এর ছেলে মিরাজ সিকদার জানান, বাবা পাগল মানুষ। তাকে ঘরে মাঝে মাঝে আটকে রাখি। তার এই স্বভাবের কারনে আমাদের মান সম্মান আর রইলো না। আমার আত্মীয় স্বজন আছে তারা বিষয়টি মিমাংসা করে দিবে ও তারা সব বুঝবে।










